দেবী
নীলিমা সুলতানা সুমি ( লেখিকা )
তারপর আঁখির জলটুকু হাতে লয়ে
নমস্কার করে বলেছিলে,
নাইবা থাকুক কেউ পাশে
দুঃখ মুছাবার লাগি,
আমিতো আছি।
সেই থেকে শুরু হল
নোনা জলের স্পর্শে ক্ষয়ে যাওয়া ।
হাতের শঙ্খটুকু মলিন হলেও,
কখনো মুখে এতটুকু মলিনতা
স্পর্শ করেনি ভুল করে।
দেবী, ভুল করে এসেছ তুমি এ ধরণীতে,
ভাগ্যগুনে পেলাম তোমায়
জীবন সঙ্গিনী করে।
কতদিন তোমায় বলেছিলেম
বিবাগী আমি, সংসারে কি-ইবা বুঝি?
প্রেম দিয়ে, ভালবাসা দিয়ে
তোমার মায়ায় বাধঁলে।
সে বাঁধনে দু-তারাতে কত গান বাঁধিগো দেবী।
সংসারটা বুঝার এখনো অনেক বাকি।
তাইতো উপস করে কাটে
কতদিন রজনী।
তুলসী তলায় জল ঢেলে
সিঁথিতে সিঁদুর দিয়ে
কখনো প্রণাম করতে
ভুুলনি এই অভাগারে।
দেবতা তো নয় আমি
তবুও এ কোন পূজায়
তুমি আমায় পূজগো দেবী।